জাতীয় শোক দিবস- ২০২০ উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী শহরস্থ শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরে জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, নীলফামারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব খন্দকার নাহিদ হাসান। সভায় সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি জনাব ববিতা রানী সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, নীলফামারীর সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নীলফামারীর সভাপতি জনাব খোকারাম রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, নীলফামারীর সাধারন সম্পাদক এ্যাড. রমেন্দ্রনাথ বাপী, নীলফামারী সদর উপজেলার ভা্ইস চেয়ারম্যান জনাব দীপক চক্রবর্ত্তী প্রমুখ এবং অত্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক জনাব নিরঞ্জন কুমার বর্ম্মন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস