ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- নীলফামারী জেলা কার্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষার্থী নিবাচন ও পরীক্ষা গত ২৩/০১/২০২০খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার, সকাল ১০.০০ ঘটিকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের সভাকক্ষে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করা হয়। উক্ত পরীক্ষায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম মন্ডল, জেলা শিক্ষা অফিসার, নীলফামারী ও জনাব দুলাল জন্দ্র রায়, প্রভাষক (ব্যবস্থাপনা বিভাগ), নীলফামারী সরকারী কলেজ, নীলফামারী।
গত ০২/০৩/২০২০খ্রিঃ তারিখ রোজ সোমবার, সকাল ১০.০০ ঘটিকায় নীলফামারী সদর উপজেলাস্থ দক্ষিণ হাড়োয়া শ্রী শ্রী হরিবাসর মন্দির প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার, নীলফামারী সদর উক্ত শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। তিনি বলেন, শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক, এ ক্ষেত্রে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভুমিকা গুরুত্বপূর্ন, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশে শিক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে সকল শিক্ষককে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহবান জানান। তিনি শিক্ষা কার্যক্রমে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গত 29/১২/২০১9খ্রিঃ তারিখে নীলফামারী সদর উপজেলাস্থ দক্ষিণ হাড়োয়া শ্রী শ্রী হরি বাসর মন্দির প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৯খ্রিঃ অনুষ্ঠিত হয়। সকল ক্রীড়া সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়ে ১০টি ভিন্ন ভিন্ন খেলায় 3০ জন বিজয়ী হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র জেলার সহকারী প্রকল্প পরিচালক জনাব ইন্দ্রজিৎ রায় ও রংপুর বিভাগীয় মাস্টার ট্রেইনার জনাব গোপাল চন্দ্র রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী জেলার সহকারী প্রকল্প পরিচালক জনাব ইন্দ্রজিৎ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব এ্যাড. শ্রী অক্ষয় কুমার রায় (সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নীলফামারী), জনাব এ্যাড. রমেন্দ্র বর্ধন বাপী (সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নীলফামারী), জনাব দীপক চক্রবর্ত্তী (ভাইস-চেয়ারম্যান, নীলফামারী সদর উপজেলা পরিষদ), ও আরো উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ০৫ জন শিক্ষক, ১০জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস